বিএনপি ক্ষমতায় যেতে চায় তবে ব্যালটের মাধ্যমে নয় বরং ভিন্ন কোনো অগণতান্ত্রিক ও চোরাগলি পথে। বিএনপি আরও একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর। তবে এ দেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ধ্যান-ধারণা বদলে দিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন উন্নয়নপ্রিয় ও ভবিষ্যৎমুখী।
এদিকে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়।
নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনো পুরোনো পথে হাঁটছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকৃতপক্ষে সময় ও স্রোতের মতো নির্বাচনও বসে থাকবে না। এ সময় তিনি নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয় বরং নির্বাচন কমিশনের অধীনে হবে বলে পুনর্ব্যক্ত করেন।
এএ