সুদানের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখলের পর দেশটিতে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
এ বিষয়ে অ্যান্টনি বলেন, এই অভ্যুত্থান এবং দেশটির প্রধানমন্ত্রী হামদক-সহ বেসামরিক নেতাদের গ্রেফতার গ্রহণযোগ্য নয়। সামরিক বাহিনীকে গ্রেফতারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের প্রতি সমর্থন জানাতে সুদানের জনগণের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করে। দেশটির নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গোলাবারুদ ব্যবহার করেছে; এমন খবরে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ করা উচিত।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অবিলম্বে সুদানে ৭০০ মিলিয়ন ডলারের জরুরি অর্থনৈতিক সহায়তা স্থগিত করছে।
সানবিডি/এনজে