আধাবেলা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালন হবে এ কর্মসূচি। মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
তাদের দাবি, গোপালগঞ্জে শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িত জেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মনোজ কান্তির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এদিকে টাইম স্কেল বহাল, শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
তাদের দাবি মেনে নেওয়া না হলে ডিসেম্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লাগাতার আন্দোলন শুরুর ঘোষণা দেওয়া হয়।
এএ