৩৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে ইতালির রোচেলা শহরের সমুদ্র উপকূল থেকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী। সোমবার একটি মাছধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে এক বিবৃতিতে দেশটির কোস্টগার্ড বলছে, ট্রলারটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালির সমুদ্র উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি।
বিষয়টি ইতালির কোস্টগার্ড বাহিনী জানতে পেরে বিশেষ অভিযান চালিয়ে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে। অভিযানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফ্রনটেক্সের প্রতিনিধি হিসেবে রোমানিয়ার সীমান্ত পুলিশের একটি জাহাজ কোস্টগার্ড বাহিনীর সঙ্গে ছিল।
উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ক্রোটন বন্দরে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সম্প্রতি ইতালির উপকূলীয় অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। গত সপ্তাহে দেশটির সমুদ্র উপকূল থেকে ১ হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে কোস্টগার্ড।
সানবিডি/এনজে