মহাকাশে ‘ব্যবসায়িক পার্ক’ বানাবে বোয়িং–ব্লু অরিজিন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-২৬ ১৯:২৪:৩০


পৃথিবীর গন্ডি ছাড়িয়ে মহাকাশে ‘অরবিটাল রিফ’নামের বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করেছে বোয়িং–ব্লু অরিজিন। এই দশকের দ্বিতীয়ার্ধেই মহাকাশযানটি উৎক্ষেপণ করতে চাইছে তারা।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে গোটা উদ্যোগটিই ‘সিয়েরা স্পেস’-এর সঙ্গে অংশীদারিত্বে সম্পন্ন করা হবে। প্রকল্পটিতে সমর্থন থাকবে রেডওয়্যার স্পেস, জেনেসিস ইঞ্জিনিয়ারিং সলিউশনস এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির।

সিয়েরা স্পেস মূলত মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার ‘সিয়েরা নেভাডা কর্পের’ মহাকাশসফর ভিত্তিক বিভাগ। ব্লু অরিজিন ও সিয়েরা স্পেস জানিয়েছে, অরবিটাল রিফ “মিশ্র ব্যবহারের ব্যবসায়িক পার্ক” হিসেবে পরিচালিত হবে।

দুটি প্রতিষ্ঠানেরই পরিকল্পনা রয়েছে মহাকাশে নতুন বাজার স্থাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় কাঠামো নিয়ে আসার।

এ বিষয়ে তারা বলছে, “মৌসুমী মহাকাশ সংস্থা, উচ্চ-প্রযুক্তির কনসোর্টিয়া, মহাকাশ কর্মসূচী নেই এমন সার্বভৌম দেশ, গণমাধ্যম ও ভ্রমণ প্রতিষ্ঠান, তহবিল প্রাপ্ত উদ্যোক্তা ও স্পনসরড বিনিয়োগকারী, এবং ভবিষ্যত-আগ্রহী বিনিয়োগকারী সবারই স্থান রয়েছে অরবিটাল রিফে।”

এপ্রিলে প্রথম নিজেদের ‘ফ্রি-ফ্লাইং’ বাণিজ্যিক মহাকাশ স্টেশনের পরিকল্পনা সম্পর্কে ঘোষণা দিয়েছিল সিয়েরা। অন্যদিকে, জুলাইয়ে সফলভাবে স্পেস ট্যুরিজমের প্রথম ফ্লাইট পরিচালনা করে ব্লু অরিজিন। ওই ফ্লাইটে উপস্থিত ছিলেন বেজোস এবং আরও তিন নভোচারী।

সানবিডি/এনজে