পার্কে ছাদবিহীন প্রসাবখানা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৬:০৩:১৫


sanfসান ফ্রান্সিকোর ডোলারস পার্কে প্রথমবারের মতো ছাদবিহীন এক প্রসাবখানা বানিয়েছে কর্তৃপক্ষ। চারিদিকে সিমেন্টের দেওয়াল দেয়া রয়েছে এই প্রসাবখানায়। এর আগে ওই পার্কে মাত্র তিনটি টয়লেট ছিল। যার কারণে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের বেশ ঝামেলা পোহাতে হত।

সান ফ্রান্সিকোর বাসিন্দা অ্যারন ক্লুটার বলেন, ‘সত্যি বলতে কি এটি শহর কর্তৃপক্ষের খুব ভালো উদ্যোগ। এর আগে আমাদের প্রাকৃতিক কাজ সারতে এদিক-ওদিক ছুটাছুটি করতে হত। কোন সুযোগ না থাকার চেয়ে সামান্য সুযোগ থাকা ভালো।’

এসব প্রসাবখানা তৈরির ফলে এখন পার্কে মোট টয়লেটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭টি। গত ৬০ বছরের মধ্যে এই প্রথমবার পার্কের সংস্কার করা হলো। পার্কের মুখপাত্র সারাহ ম্যাডল্যান্ড বলেন, অন্যান্য শহরে এ ধরনের পসাবখানা রয়েছে বলে আমার জানা নেই।

যেখানে সেখানে মূত্রত্যাগ ঢেকাতে সান ফ্রান্সিকো এর আগে নিত্য নতুন পদক্ষেপ নিয়েছে। ২০০২ সালে মূত্র ত্যাগকে নিরুৎসাহিত করতে ৫০০ ডলার জরিমানার বিধান করা হয়। গত বছরের গ্রীষ্মে দেওয়ালে এমন রঙ করা হয়, যেনো কেউ মূত্র ত্যাগ করলে সেটি পুনরায় তার দিকেই ফিরে আসে।

সানবিডি/ঢাকা/আহো