২৮৩ টাকার শেয়ারে ৫% বোনাস

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১০-২৮ ০৭:০১:৪২


৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদ। কোন কোম্পানি নামে মাত্র লভ্যাংশ,কোনো কোম্পানি উচ্চমূল্যের শেয়ারে কাগজ ধরিয়ে দেওয়াসহ নানা ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকে।

২৭ নভেম্বর অনুষ্ঠিত হয় পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা। সভায় পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ৫ শতাংশ লভ্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসইর সূত্র মতে, ২৭ নভেম্বর কোম্পানিটির লেনদেন শেষ হয়েছে ২৮৩ টাকা ৩০ পয়সা। গত এক বছরে এই কোম্পানির শেয়ার দর ১৭৫ টাকা ৫০ পয়সা থেকে ৩৪৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত উঠানামা করেছে। তবে এবারই শুধু বোনাস দিয়েছে বিষয়টি এমন নয়। আগে পরের লভ্যাংশের ইতিহাসও ভালো নয়।

ডিএসই সূত্র মতে, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোম্পানিটি কোনো লভ্যাংশই দিতে পারেনি। ২০১৮ সালে শেয়ার প্রতি ৫০ পয়সা, পরের বছর ৭৫ পয়সা এবং ২০২০ সালে ৪০ পয়সা লভ্যাংশ দেয়।

বর্তমানে কোম্পানিটির অনুমোধিত মূলধন এক হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন মাত্র চার কোটি ৯০ লাখ টাকা।কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪৯ লাখ ২ হাজার ৫৩০টি। এর মধ্যে ৩১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ৬ দশমিক ৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৬১ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর