১০% বোনাস ঘোষণা সিভিওর: লোকসান ২ টাকা ৪৯ পয়সা 

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২৮ ০৭:৩৪:৫৯


শেয়ারপ্রতি বড় ধরণের লোকসান করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। তার পরও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২৭ অক্টোবর কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরেরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হয়। সেখানে দেখা যায় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫১ পয়সা।

সূত্র মতে, ২০১৭ সাল থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ। তবে সম্প্রতি উৎপাদন চালু করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে ন্যাপথা ক্রয় ও বিক্রয়ের চুক্তি করেছে সিভিও। চুক্তি অনুযায়ী ইস্টার্ন রিফাইনারি থেকে কাঁচামাল হিসেবে ন্যাপথা সংগ্রহ করবে। এটি পরিশোধনের মাধ্যমে উন্নতমানের সলভেন্ট উৎপাদন করবে।

এই ঘটনাটিকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারদরে সম্প্রতি উল্লম্ফন হয়েছে। ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর কোম্পানিটির শেয়ারদর ১১৫ টাকা ৪০ পয়সা থেকে কমে ৮২ টাকায় নেমে আসে। কিন্তু এই চুক্তিকে কেন্দ্র করে এক পর্যায়ে তা ২৭২ টাকায় উঠে যায়। পরে কিছুটা কমে এখন দাম ২১৩ টাকা ৬০ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর