আবারও নন-লাইফে জেন্ট কমিশন চালু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২৪ অক্টোবর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।
আইডিআরএ সূত্র মতে, গত ৪ ফেব্রুয়ারি নন-লাইফে কমিশন বন্ধ করে একটি আদেশ দিয়েছিলো সংস্থাটি। মাত্র আট মাসের মাথায় নিজেদের দেওয়া সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে আইডিআরএ।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের সই করা নির্দেশনায় বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর অধীনে ‘বীমা এজেন্ট (নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২১’ সরকার কর্তৃক চূড়ান্তকৃত হওয়ায় আগের নির্দেশটি স্থগিত করা হয়েছে। এর ফলে এখন থেকে বিমা কোম্পানিগুলো পূর্বের মতো এজেন্টদের সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশন দিতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর