ভারতের দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের পাশেই চলন্ত ট্রাকের চাপায় তিন কৃষাণীর মৃত্যু হয়েছে।
বিক্ষোভকারী ওই নারীরা সড়ক বিভাজকের উপর বসে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনা ঘটার পরপরই ওই ট্রাকের ড্রাইভার পালিয়ে যান।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রাণ হারানো তিন নারীর দুজন ঘটনাস্থলেই মারা যান আর অন্যজন হাসপাতালে নেয়ার পরে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে জানা গেছে ওই তিন নারী পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা।
খবরে বলা হয়, টিকরি সীমান্তের কাছে যেখানে দুর্ঘটনাটি ঘটে, তার পাশেই পাঞ্জাব, হরিয়ানা এবং অন্যান্য জায়গার কৃষকরা গত ১১ মাস ধরে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে খুব সহজেই কৃষি বিল পাস করিয়ে নেয় মোদি সরকার। গত বছরের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। কিন্তু নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা করে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
সানবিডি/এনজে