ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলাম এক বছরের জন্য চুক্তিভত্তিক নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
এই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহা. শফিকুল ইসলামকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩০ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, আগামীকাল (২৯ অক্টোবর) চাকরি মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাওয়ার কথা ছিল ডিএমপি কমিশনারের। কয়েক দিন আগে তার অবসরে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল। অবশ্য এর আগে থেকেই ডিএমপি কমিশনার হিসেবে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন বলে গুঞ্জন চলছিল।
সানবিডি/এনজে