পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার নন-কনভার্টেবল ফিক্সড-কুপন সিনিয়র বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিএসইসির ৭৯৭ তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্র্যাক ব্যাংক ৬০০ কোটি টাকার ৫ বছর মেয়াদী কুপনি বিয়ারিং, ননকনভার্টেবল, ফুল্লি রিডমেবল, আনসিকিউর্ড, ফিক্সড-কুপন, সিনিয়র বন্ড অনুমোদন করেছে।
বন্ডটির একটি অংশ ৪২৫ কোটি টাকা আন্তর্জানিক বিনিয়োগকারীদের মাঝে এবং অপর একটি অংশ ১৭৫ কোটি টাকা ব্যাংক, কর্পোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, মিউচুয়্যাল ফার্ড, মার্চেন্ট ব্যাংক, অনিবাসী বাংলাদেশীসহ উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক ব্যাংক দেশের মধ্যম ও নিম্ন আয়ের লোকদের মধ্যে গৃহনির্মাণ ঋণ প্রদান করবে।
বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ম্যানডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড নিজেই কাজ করছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস