৭ শতাংশ সুদে প্রবাসফেরতদের ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩০ ১৭:৫৭:৪০
মহামারি করোনার প্রকোপে খালি হাতে দেশে ফিরে যারা বেকার রয়েছেন তাদের কর্মসংস্থানের লক্ষ্যে সহজ শর্তে লোন দিচ্ছে অগ্রণী ব্যাংক। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে একেবারে সহজ শর্তেই ঋণ দিচ্ছে এই ব্যাংক। বাড়ি কিংবা জমির দলিল এবং কোনো জামানত ছাড়াই সহজেই লোন পেতে পারেন যে কোনো প্রবাসফেরত প্রবাসী। গ্রামাঞ্চলে ৫ লাখ এবং শহরাঞ্চলের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেয়া হচ্ছে। মাত্র ৭% সুদে ৩ বছর মেয়াদে এই লোন পরিশোধ করার সময় পাবেন।
তবে অগ্রণী ব্যাংকের লোন পেতে হলে প্রবাসীদের সহজ কয়েকটি শর্ত মানতে হবে। প্রথমত প্রবাসে কর্মরত থাকা অবস্থায় অগ্রণী রেমিট্যান্স হাউজ এর মাধ্যমে দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের রেকর্ড থাকতে হবে। দ্বিতীয়ত ভিসা, পারমিট ও পাসপোর্টের কপি লাগবে।
সেগুলোর মেয়াদ না থাকলেও সমস্যা নেই। এই লোন নিয়ে যেকোনো প্রবাসফেরত প্রবাসী মৎস্য খামার, গরু কিংবা মুরগির খামারসহ যেকোনো ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। এতে করে প্রবাসীরা বৈধপন্থায় রেমিট্যান্স প্রেরণে যেমন উৎসাহিত হবেন তেমনি প্রবাসফেরত কর্মহীনরা মাথা গোঁজার ঠাঁই পাবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ অগ্রণী রেমিট্যান্স হাউজ-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মোরশেদ রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস উল ইসলাম কোভিডকালীন ক্ষতিগ্রস্ত প্রবাসফেরত বাংলাদেশিদের জন্য সহজ শর্তে ‘প্রবাসীর ঘরে ফেরা ঋণ’ অনুমোদন করেছে। কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদেশফেরত বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারীগণ ক্ষুদ্র ব্যবসা ও আত্ম-কর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করাই এই ঋণের মূল লক্ষ্য। যেকোনো বিদেশফেরত বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্রাদী উপস্থাপন করে সহজে তাদের নিকটস্থ যেকোনো অগ্রণী ব্যাংকে এই ঋণের জন্য আবেদন করতে পারবে।
সানবিডি/এনজে