সম্প্রতি ফিলিস্তিনে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরাইল।এ ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এক সতর্ক বার্তায় জোটটি বলেছে, ১৯৬৭ সালের সীমান্তের বাইরে ইসরাইল যত স্থাপনা তৈরি করবে তা ইইউ প্রত্যাখ্যান করে যাবে। এ নিয়ে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরণের স্থাপনা অবৈধ। দুই রাষ্ট্র সমাধানের পথে এমন পদক্ষেপ বড় ধরণের বাধা। উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনের সম্ভাবনাও এরমধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে।
এই বিবৃতিতে ইসরাইল সরকারকে সর্বশেষ বসতি অনুমোদন তুলে নেয়ার আহ্বান জানানো হয়। শান্তি বিনষ্ট করে এমন পদক্ষেপ না নিয়ে, দুই পক্ষের মধ্যে কীভাবে অর্থপূর্ণ আলোচনা হতে পারে তার দিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছে ইইউ।
জোটটি ভবিষ্যতেও মধ্যপ্রাচ্যে টেকশই শান্তির লক্ষ্যে কাজ করে যাবে ওই বিবৃতিতে বলা হয়।
এর আগে রোববার ফিলিস্তিনির প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ইসরাইলের এই পরিকল্পনাকে তার দেশের জন্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন। উল্লেখ্য, গত বুধবার পশ্চিম তীরে নতুন করে ৩ হাজার ১১৪টি নতুন বাড়ি নির্মানের অনুমোদন দিয়েছে ইসরাইল।
সানবিডি/এনজে