পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এবি ব্যাংক রাইট ইস্যুর প্রস্তাব অনুমোদনে অপারগতা প্রকাশ করে বিএসইসি জানিয়েছে, এবি ব্যাংকের লভ্যাংশ প্রদানের ইতিহাস এবং বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইক্যুইটি মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদ, ৬টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস