সরবরাহের পরিমান কম হওয়ার কারণে নতুন উচ্চতায় পৌঁছেছে গ্যাসের দাম।সরবরাহ সংকট ও ঊর্ধ্বমুখী দাম সত্ত্বেও ইউরোপ সেপ্টেম্বরে এশিয়ার দেশগুলোতে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি করেছে। পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ এবং কেপলার এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠান দুটির তথ্য বলছে, সেপ্টেম্বরে ইউরোপ এশিয়ার দেশগুলোয় ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ ১০ হাজার টন এলএনজির চালান পাঠায়। এর মধ্যে সবচেয়ে বেশি পাঠানো হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। ঊর্ধ্বমুখী রফতানি ২০১৮ সালের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙেছে।
স্বাভাবিকভাবেই এলএনজি পুনরায় রফতানি করে ইউরোপ। কিন্তু বর্তমানে অঞ্চলটিতে গ্যাসের তীব্র সংকট চলছে। দাম কয়েক গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কিন্তু ঠিক এ সময়ই এশিয়ার দেশগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি এলএনজি রফতানি করা হয়েছে।
সানবিডি/এনজে