দেশের চিনি শিল্পকে ঢেলে সাজানোর জন্য চিনি শিল্পের অতিরিক্ত জনবল ছাঁটাইয়ের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠক থেকে রমজান মাসের আগেই বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি চিনি আমদানীর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আমির হোসেন আমু। বৈঠকে কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ ও পারভীন হক তালুকদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ৬২টি শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে নয়টিতে। বিএসইসি কর্তৃক এ পর্যন্ত ৫৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৪৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। কমিটিকে আরো জানানো হয়, আসন্ন কৃষি মৌষুমে নিরবচ্ছিন্নভাবে সার বিতরণ করতে সংশ্লিষ্ট কারখানা মালিক ও বাফার ইনচার্জদের সাথে সমন্বয় সভা করে সার্বিক কাজ ত্বরান্বিত করা হচ্ছে।
সানবিডি/এনজে