জেনে নিন কল আসলে রিসিভ করেই আমরা হ্যালো বলি কেনো ?

আপডেট: ২০১৬-০১-৩১ ২২:০৪:২৫


1909968_455473121313540_2916776440726672098_nফোন তুলে ”Hello” সবাই বলে ‘ কিন্তু কেন ?

কেউ কি জানেন এই ‘হ্যালো’ বলার প্রকৃত কারণ কি ? কোথা থেকে এই ‘হ্যালো’ বলা শুরু ??

‘হ্যালো’ একটা মেয়ের নাম। পুরো নাম মার্গারেট হ্যালো ( Margaret Hello)। তিনি আর কেউ নন – বিখ্যাত বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্লফ্রেন্ড।

আর গ্রাহাম বেল হলেন টেলিফোনের আবিস্কারক। আবিস্কারের পর তিনি প্রথম পরীক্ষামূলক ভাবে ফোন দেন তার গার্লফ্রেড কে এবং ফোন দিয়েই যে কথাটি বলেন তা হচ্ছে – ‘হ্যালো’। কিন্তু ‘হ্যালো’ হল তার নাম।

মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে, কিন্ত তার ভালোবাসার মানুষটিকে নয়। যুগ যুগ ধরে মানুষ মনে রাখছে হ্যালোকে। এটাই হচ্ছে ভালোবাসা।

সানবিডি/ঢাকা/রাআ