বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-৩১ ১৯:৫২:১৭

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে শেষ চারের লড়াই থেকে কার্যত ছিটকে গেছে মাহমুদউল্লাহরা। দলের এমন ভরাডুবির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বস্ত সদস্য সাকিব আল হাসানকে নিয়ে পাওয়া গেল বড় দুঃসংবাদ। জাতীয় দলের এক সূত্র থেকেই পাওয়া গেছে এমন খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পায় সাকিবের। এরপরেও চোট নিয়েই ওপেনিংয়ে নেমেছেন তিনি। ম্যাচ শেষে সাকিবকে দুইদিন বা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। আজ জানা গেছে, বিশ্বকাপের বাকি দুই ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল। যদিও টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
যেহেতু বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তাই পরশু টিম হোটেল ছাড়বেন সাকিব। সেখান থেকেই সরাসরি যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন টাইগার অলরাউন্ডার।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












