ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফলে নদীর দু পারে ফেরি পার হতে আসা কয়েক শত যানবাহন আটকা পড়েছে। এছাড়া মাঝ পদ্মায় কুয়াশায় অবরুদ্ধ আছে ফেরি খান জাহান আলী, শাহজালাল, রজনীগন্ধা ও হাসনা হেনা নামের চারটি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পৃথক ১২টি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাটের এজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী ও দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো.শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘন কুয়াশার মাত্রা এতোটা বেশী যে নিকটবর্তী কোন বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না, ফলে বাধ্য হয়ে কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাটুরিয়া ঘাটে নোঙর করে আছে ৫টি ফেরি ও দৌলতদিয়া ঘাটে আছে আরো ৭টি ফেরি নোঙর করে আছে। কুয়াশা নিয়ন্ত্রনের মধ্যে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে আইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে ।