২০১৬ সাল থেকে কিশোরীদের জন্য ইতিবাচক বয়ঃসন্ধি এবং মাসিক পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে ঋতু (Wreetu)। সমাজের সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি মাসিকবান্ধব বাংলাদেশ গড়তে কাজ করছে এই সামাজিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় তারা গত জুন মাস থেকে শেয়ারনেট ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং শেয়ারনেট বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে বাবাদের জন্য একটি মাসিক গাইডলাইন বানিয়েছে এই প্রতিষ্ঠানটি।
‘Be Your Daughter’s Superhero: A Comprehensive Period Guide for Dads to Help Daughters to be Empowered with Needed Knowledge, Confidence and Self-Esteem Ensuring their Menstrual Well being’ এই প্রজেক্টের অধীনে করা ভিডিও সিরিজ এবং বুকলেট এর মধ্যে ২৯ অক্টোবর শনিবার এক জুম সেশনের মাধ্যমে বুকলেট শেয়ার করা হয় অংশ্রগণকারীদের সঙ্গে।
এই কর্মশালার উদ্দেশ্য ছিল কন্যাসন্তানের বয়ঃসন্ধি এবং মাসিকের সঙ্গে বাবাদের পরিচিতি করিয়ে দেওয়া, তাদের কাছ থেকে তাদের কন্যাসন্তানকে নিয়ে ভাবনা, বয়ঃসন্ধির সময় কীভাবে গাইড করলে তাদের মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠবে, কীভাবে এবং কখন আলোচনা করবে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা।বাবাদের কাছ থেকে দারুণ সব তথ্য উঠে এসেছে এই মুক্ত আলোচনায়।
অনেক বাবারা জানিয়েছেন, তাদের কিশোরী মেয়েদের সাথে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি নিয়ে।কোনো কোনো বাবা বললেন, বাংলায় বাবাদের জন্য এমন কোনো বই আগে কখনো হয়নি তাই এই বুকলেটের প্রাপ্ত তথ্য দিয়ে তার মেয়েদের সঙ্গে কথা বলার সময় খুব সহায়ক হবে। আবার অনেক বাবা অঙ্গীকার করেছেন তারা কোনোভাবেই তাদের কিশোরী মেয়েদের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেবেন না; বরং মেয়েদের জন্য সাপোর্টিং পরিবেশ তৈরি করবেন তাদের বাসায়।
কন্যাদের বয়ঃসন্ধিতে প্রস্তুত করার জন্য বাবাদের নিজেকেও প্রস্তুত হতে হবে। কন্যাসন্তানের বয়ঃসন্ধি এবং মাসিক বুকলেটটি বাংলা ভাষায় এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বাবাদের জন্য লেখা হয়েছে যেন তারা তাদের কিশোরী কন্যাদের সঙ্গে একটা সুন্দর এবং সুস্থ বন্ধন গড়ে তুলতে পারে।
ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর এ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় যোগ দেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল কমিটি চেয়ার মেহেদী হোসেইন, হ্যান্ডিমামার প্রতিষ্ঠাতা এবং সিইও শাহ্ পরান, ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার, টুথ কেয়ারের প্রতিষ্ঠাতা এবং কনসাল্টেন্ট মেজবাহ উল আজীজ, উইথ শীর প্রতিষ্ঠাতা ও কোঅর্ডিনেটর ইমরান জাহান আরাফাত, ঋতুর প্রোগ্রাম অফিসার আলিফ আজিজসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করেন এমন আরও অনেকেই।
আগামী ৯ নভেম্বর বিকাল ৪টায় কাওরানবাজারের বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রজেক্টের নলেজ প্রোডাক্টগুলো সবার সঙ্গে শেয়ার করা হবে। ড. মোহাম্মদ জাফর ইকবাল এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি দিয়েছেন। এ প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত।
সানবিডি/ এন/আই