বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থানে ব্র্যাক ও হ্যালোটাস্কের চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০১ ১৯:১৮:০০
মহামারি সংকট ও বিভিন্ন কারণে দেশে ফেরত আসা বাংলাদেশি কর্মীদের বিশেষ করে নারী কর্মীদের, নিরাপত্তা, দেশে কর্মসংস্থান ও টেকসই পুনরেত্রীকরণের জন্য যৌথভাবে কাজ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও অনলাইন প্ল্যাটফর্ম হ্যালোটাস্ক। এর আওতায় বিদেশ ফেরত কর্মীদের তালিকা তৈরি, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, তাদের দক্ষভাবে তৈরি এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় ব্র্যাক।
আজ সোমবার (১ নভেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা চুক্তি করা হয়।
ব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং হ্যালোটাস্কের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান লিখন সমঝোতায় সই করেন। ব্র্যাকের সিনিয়র ডিরেক্টের কে এ এম মোরশেদ, প্রতিষ্ঠানের মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল হাসান, হ্যালোটাস্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাহমুদুল হাসান লিখন ও সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মেহেদী সরন এসময় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ব্র্যাক ও হ্যালোটাস্ক জানায়, বাংলাদেশ থেকে গত কয়েক বছর ধরে গড়ে এক লাখ নারী বিদেশে কাজ করতে যাচ্ছেন যার বেশিরভাগই গৃহকর্মী। এদের মধ্যে অনেকেই ফিরে আসতে বাধ্য হন। করোনার আগে পাঁচ বছরে অন্তত ১০ হাজার নারী দেশে ফিরেছেন। করোনা মহামারির মাঝে অন্তত পাঁচ লাখ প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে প্রায় ৫০ হাজারই নারী কর্মী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্র্যাক ও বিদেশে ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিতায় এই উদ্যোগ। পাশাপাশি বিদেশে থাকা যে কোনও নারী কর্মী সংকটে যেন যোগাযোগ করতে পারনে, সেই বিষয়েও ব্র্যাকের সঙ্গে কাজ করবে হ্যালোটাস্ক।
সানবিডি/এনজে