সুন্দরবন গ্যাস কোম্পানির সাবেক এমপি মুশতাক আহমদের বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
এ ব্যাপারে তিনি জানান, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত এমডি মুশতাক আহমদের বিরুদ্ধে ২ কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ২৬ মে দুদকে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ দাখিল করেন। দাখিলকৃত বিবরণীতে মুশতাক আহমদ নিজ নামে ১ কোটি ২০ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের কথা জানান।
সানবিডি/এনজে