শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
প্রশ্নপত্র ফাঁস আর সম্ভব হবে না : শিক্ষামন্ত্রী
প্রকাশিত - ফেব্রুয়ারি ১, ২০১৬ ১:০৭ পিএম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই কারও পক্ষে আর প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব হবে না।
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, যথাসময়েই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র তৈরি ও বিতরণের ক্ষেত্রে এবার বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে। ফলে কোন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হবে, তা সচিব বা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষেও জানা সম্ভব না।
পরীক্ষকদের উদ্দেশে নুরুল ইসলাম নাহিদ বলেন, উত্তরপত্রে ন্যায্য নম্বর দেবেন। বেশি বা কম দেবেন না। কোনো পরীক্ষক বা কর্মকর্তা যদি উত্তরপত্রে বেশি নম্বর দেয়ার নির্দেশ দিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ অংশের নম্বর ১০ কমানো হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন ।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.