সরকারিভাবে খুলনায় হোটেল সিটি ইনের পাশে স্থাপন করা হলো দেশের প্রথম ফায়ার হাইড্রেন্ট।আজ মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এই অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ‘আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনার অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে অনেক দূর থেকে পানি আনতে হয়। যার ফলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ’
এ সময় মেয়র আরও বলেন মেয়র আরও বলেন, ‘অগ্নিকাণ্ড নির্বাপণে পানির কোনও বিকল্প নেই। পানি সরবরাহ নিশ্চিত করতে প্রাচীনতম পদ্ধতি ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা অন্যতম ব্যবস্থাপনা। দেশের মধ্যে প্রথম খুলনায় আনুষ্ঠানিকভাবে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট পিলার বসানো হবে। এর ফলে ক্ষয়ক্ষতি বহুগুণ কম হবে।’ তিনি সিটি ইন কর্তৃপক্ষকে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য পিলারটি সরবরাহ করায় ধন্যবাদ জানান।
এর আগে মেয়র হোটেল সিটি ইনের পাশে স্থাপিত প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন এবং ফায়ার সর্ভিসের মহড়া প্রত্যক্ষ করেন।
ফায়ার হাইড্রেন্ট হলো রাস্তার ধারে স্থাপন করা জরুরি পানি সরবরাহের এক ধরনের কল। খুলনা ওয়াসার সহযোগিতায় সিটি ইন লিমিটেড খুলনায় এটি স্থাপন করলো। ইতোমধ্যে সরকার দেশের বিভিন্ন জেলায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের নির্দেশনা দিয়েছে। খুলনা ওয়াসা মহানগরীতে ৫০টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের উদ্যাগ নিয়েছে।
সানবিডি/এনজে