পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান। মঙ্গলবার (২ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসবিএসি জানায়, গত রোববার (৩১ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় মিজানুর রহমান সর্বসম্মতিক্রমে পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
মিজানুর রহমান ব্যাংকের একজন স্পন্সর ডিরেক্টর। তিনি পর্ষদের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সফল শিল্পোদ্যোক্তা যার আবাসন, গৃহায়ণ, নির্মাণ, শিল্প ও গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ রয়েছে।
মিজানুর রহমান দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তার গতিশীল নের্তৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর। মুন গ্রুপ বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম শিল্প গ্রুপ হিসেবে বহুল পরিচিত। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
এএ