রপ্তানি আয়ে নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছর অক্টোবরে রপ্তানি আয় ৬০ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার হয়েছে। দেশের ইতিহাসে এটাই ১ মাসে সর্বোচ্চ রপ্তানি আয়।
এর আগে গত সেপ্টেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড হয়েছিল। সেই মাসে সর্বোচ্চ ৪১৭ কোটি ডলার বা ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। তবে সদ্য সমাপ্ত অক্টোবর ছাড়িয়েছে সেপ্টেম্বরকেও।
মঙ্গলবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রপ্তানিকারকরা বলছেন, পোশাক রপ্তানি পুরোদমে শুরু হওয়ায় অক্টোবর মাসে এ আয় হয়েছে।
তারা জানান, ৪টি কারণে পোশাক রপ্তানি বেড়েছে।
প্রথমটি হল উৎপাদন খরচ বাড়ায় চীন, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমার থেকে কার্যাদেশ বাংলাদেশে স্থানান্তর হওয়া।
এছাড়া করোনার কারণে গত বছর থেকে স্থগিত থাকা প্রায় ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের কাজের অর্ডার পাওয়ায় এ আয় বেড়েছে।
করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা আসন্ন বড়দিন উপলক্ষে বিক্রির জন্য বাংলাদেশ থেকে প্রচুর পণ্য কিনছে।
৪র্থ কারণ হিসেবে শুল্ক ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশি পোশাকের দাম কিছুটা বাড়ায় এ আয় বেড়েছে বলে রপ্তানিকারকরা মনে করছেন।
এএ