আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতাল এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৯ জন। নিহতদের মধ্যে তালেবানের শীর্ষ এক কামান্ডারও রয়েছেন।
এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এ ব্যাপারে তালেবানের মিডিয়া বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, হামলায় হাক্কানি নেটওয়ার্কের সদস্য এবং বদরি কর্পস স্পেশাল ফোর্সের কর্মকর্তা হামদুল্লাহ মুখলিস নিহত হয়েছেন।
কাবুল দখলে নেওয়ার পর থেকে এই প্রথম তালেবানের শীর্ষস্থানীয় কেউ নিহত হলেন।
তালেবানের মিডিয়া বিভাগের ওই কর্মকর্তা বলেন, কাবুল কর্পসের কমান্ডার মৌলভী হামদুল্লাহ (মুখলিস) যখন সরদার দাউদ খান হাসপাতালে হামলা হয়েছে এ খবর পেলেন তখন তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
‘আমরা তাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি হেসে আমাদের এড়িয়ে যান। পরে আমরা দেখি, তিনি সন্ত্রাসীদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদ হয়েছেন’, যোগ করেন তালেবানের ওই কর্মকর্তা।
মঙ্গলবারের ওই হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান(আইএস-কে)।
টেলিগ্রাম চ্যানেলে আইএস-কে এক বিবৃতিতে বলেছে, ইসলামিক স্টেটের পাঁচটি গ্রুপ এক হয়ে এ হামলা চালিয়েছে।
সানবিডি/এনজে