ভারতে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ডিজিটাল কারেন্সি আইনের ঘোষণা অবশেষে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা হতে পারে। সে দেশে ডিজিটাল মুদ্রার কার্যক্রম কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত, সে সম্পর্কে দীর্ঘদিন ধরে চলমান আলোচনার অবসান ঘটতে পারে।
এ বিষযে ভারতের অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সামনের বছরের শুরুতে বাজেটে ডিজিটাল কারেন্সি নিয়ে ঘোষণা আসতে পারে। আইনি অনিশ্চয়তার বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে বলেও মত দিয়েছেন তারা।
জানা গেছে, আইনে ডিজিটাল কারেন্সিকে পণ্য হিসেবে বিবেচনা করা হতে পারে, যা বিটকয়েন লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য আইনগুলোর জন্য প্রভাব ফেলবে এবং এটি থেকে পাওয়া লাভের অংশ ট্যাক্সের জন্য ব্যবহার করা হতে পারে।
ডিজিটাল কারেন্সির আয়ের ওপর কর আরোপের বিষয়ে সরকার একটি নতুন কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে করে বোঝা যাচ্ছে, ডিজিটাল কারেন্সির বিষয়টি ধামাচাপা দেওয়ার পরিবর্তে তার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর ইচ্ছা ভারত সরকারের রয়েছে।
সূত্র: কয়েন গিক।