কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। বুধবার দরপতনের এ ঘটনা ঘটে। অন্যান্য প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় পাম অয়েলের বাজারে প্রভাব পড়ে। এদিকে শুধু ভোজ্যতেলই নয়, জ্বালানি হিসেবেও পাম অয়েলের ব্যবহার রয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়াকেও দরপতনের জন্য দায়ী করছেন বাজার-সংশ্লিষ্টরা।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের জন্য চুক্তিকৃত বাজার আদর্শ পাম অয়েলের দাম কমেছে দশমিক ৪ শতাংশ। প্রতি টন লেনদেন হয়েছে ৪ হাজার ৯৫০ রিঙ্গিত বা ১ হাজার ১৯২ ডলার ২০ সেন্টে।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে বুধবার পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে দশমিক ১ শতাংশ। একই দিন সর্বাধিক লেনদেন হওয়া সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য অপরিবর্তিত ছিল। তবে শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম দশমিক ৪ শতাংশ কমেছে।
সানবিডি/এনজে