খালি হাতে দেশে ফিরেছে যুব ফুটবল দল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৪ ১৬:৪০:২৪

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলে উজবেকিস্তান থেকে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মারুফুল হকের শিষ্যরা দেশে এসে পৌঁছেছে। উজবেকিস্তানে অনুষ্ঠিত এই বাছাইপর্বে বাংলাদেশ কুয়েতের কাছে ১-০ এবং সৌদি আরবের কাছে ৩-০ গোলে হেরেছে। মাঝে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের যুবারা হারে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
সফরে তিন ম্যাচে ১০ গোল হজম করা যুবদলের সব খেলোয়াড় ঢাকায় ফেরেননি। জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা বৃহস্পতিবার সকালে তাসখন্দ থেকে শ্রীলঙ্কার পথে রওয়ানা হয়েছেন।
অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন জাতীয় দলের ৬ খেলোয়াড়-টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, রহমত মিয়া, মো. হৃদয় ও মাহবুবুর রহমান সুফিল। এদের সঙ্গে যোগ হয়েছেন তরুণ ফয়সাল আহমেদ ফাহিম। এই ৭ জন এবং ৫ অফিসিয়াল এখন কলম্বোর পথে।
শুক্রবার ঢাকা থেকে বাকি খেলোয়াড়দের নিয়ে কলম্বো রওয়ানা হবেন জাতীয় দলের কোচ মারিও লেমোস। শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে সিসেলসের বিপক্ষে ৮ নভেম্বর। টুর্নামেন্টের অন্য দুই দল হচ্ছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












