জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ আফগানিস্তানের শিক্ষকদের জন্য সরাসরি ফান্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
তালেবানি বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক এই গোষ্ঠী আফগানিস্তানে সহায়তা বন্ধ করে দেয়। এখন তারা বলছে, তালেবানের সম্পৃক্ততা ছাড়াই বিকল্প উপায়ে তারা আফগানিস্তানের শিক্ষকদের জন্য ফান্ড গঠনের চেষ্টা করছেন।
রয়টার্সের সর্বশেষ এক সাক্ষাৎকারে ইউনিসেফের আফগান শিক্ষা বিষয়ক প্রধান জেনেট ভোগেলার বলেন, ফান্ডের আওতায় নিয়ে আসার জন্য তারা আফগানিস্তানের সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবেন।
জেনেট ভোগেলার বলেন, আফগানিস্তানের মেয়েদের শিক্ষা সহযোগিতার সর্বোত্তম উপায় হলো- তাদের স্কুলের শিক্ষকদের সহযোগিতা করা। আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলোকে ইউনিসেফ আফগানিস্তানের শিশুদের পরিত্যাগ না করারও আহ্বান জানাচ্ছে। জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, আফগানিস্তানের মেয়েদের স্কুল খোলার একমাত্র উপায় হলো, দেশটির স্কুলের শিক্ষকদের অর্থ সহায়তা দেওয়া।
সানবিডি/এনজে