উৎপাদন কমে যাওয়ায় পাম অয়েল রফতানি কমেছে মালয়েশিয়ার।এদিকে নিম্নমুখী রফতানির কারণে দেশটিতে পাম অয়েলের মজুদ ফুলেফেঁপে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এসব তথ্য উঠে আসে।
এ বিষয়ে অক্টোবরে দেশটির বন্দর ছেড়ে যাওয়া কার্গোর তথ্য বলছে, ওই মাসে পাম অয়েল রফতানি কমেছে ১১ দশমিক ৭ শতাংশ। সব মিলিয়ে রফতানি করা হয়েছে ১৪ লাখ ১০ হাজার টন। শীর্ষ ক্রেতা ভারত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় রফতানি সবচেয়ে বেশি হ্রাস পায়।
বর্তমানে অয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া। বাজার বিশ্লেষকরা বলছেন, অক্টোবরে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন দশমিক ৯৮ শতাংশ কমেছে। এ সময় উৎপাদন হয়েছে ১৬ লাখ ৯০ হাজার টন। এ নিয়ে টানা দুই মাসের মতো উৎপাদন কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে।
সানবিডি/এনজে