অব্যাহতভাবে বেড়ে চলা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতারা যখন জোর প্রচেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা ফিরেছে মহামারীপূর্ব অবস্থায়। ব্রিটিশ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি জানিয়েছে, জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ১০ লাখ ব্যারেলের গণ্ডি ছাড়িয়েছে। খবর আরব নিউজ ও বিজনেস স্ট্যান্ডার্ড।
বিশ্বজুড়ে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর আবশ্যকতা ক্রমেই বাড়ছে। তা সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহারে উল্লম্ফন দেখা যাচ্ছে। দাম বেড়ে পৌঁছেছে কয়েক বছরের সর্বোচ্চ পর্যায়ে। চাহিদা ও ব্যবহার বাড়লেও সীমিত হয়ে পড়ছে জ্বালানি সরবরাহ। ফলে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার হুমকির মুখে রয়েছে।
এ বিষয়ে বিপির প্রধান আর্থিক কর্মকর্তা মারে আকিনক্লস বলেন, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ও জোট নিয়ে গঠিত ওপেক প্লাস বাজারে ভারসাম্য তৈরির কাজটি খুব ভালোভাবেই সম্পন্ন করেছে। আমাদের জন্য জ্বালানি তেলের দাম ইতিবাচক পর্যায়েই রয়েছে।
সানবিডি/এনজে