ক্রীড়া লেখক ও সাংবাদিকরা সারা বছর খেলোয়াড়দের নিয়ে লেখেন। এবার নিজেরই খেলবেন তারা। দেশের সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করছে সদস্যদের জন্য ক্রীড়া উত্সব।
গত বছর এই ক্রীড়া উৎসবে ব্যাডমিন্টন ইভেন্ট চলাকালে মৃত্যুবরণ করেন ক্রীড়া লেখক সমিতির সদস্য ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোশতাক আহমেদ। তার স্মরণে এবার ব্যাডমিন্টন ইভেন্ট বাদ দেয়া হয়েছে।
করোনা ইস্যুতে এবার বাদ দেয়া হয়েছে সাঁতার ও স্প্রিন্ট। এবার আরচ্যারি, ক্যারম, শুটিং, দাবা, কলব্রীজ ও টোয়েন্টি নাইন ইভেন্ট অনুষ্ঠিত হবে। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলেও গতকাল থেকে খেলা শুরু হয়েছে।
অন্যান্য বারের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক ওয়ালটন। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমরা সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সময় কাজ করি। ক্রীড়া লেখক সমিতির সঙ্গে আমরা থাকব আগামীতেও।’
আজ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি সনত বাবলা, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ, ক্রীড়া উৎসব আয়োজক কমিটির কর্মকর্তা কাজী শহীদ, নীলা হাসান সহ আরো অনেকে।
সানবিডি/ এন/আই