জ্বালানি তেলের দাব বৃদ্ধির জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগর দাবি করেছেন পাকিস্তানের বিরোধী সংসদ সদস্যরা।
শুক্রবার তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদী স্লোগানে মুখরিত হন এ আইনপ্রণেতারা। খবর দ্য ডন।
এই খবরে বলা হয়, মুদ্রাস্ফিতির খড়গের তলায় হাপিত্যেশ করছে পাকিস্তান।
এ অবস্থায় অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে পেট্রোলিয়ামজাত জ্বালানি তেলের দাম লিটারপ্রতি আট রুপি বাড়িয়েছে ইমরান সরকার। সেখানে পেট্রোলের দাম ৮. ০৩ রুপি বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৫. ৮২ রুপিতে। ডিজেলের দাম ৮. ১৪ রুপি বেড়ে হয়েছে ১৪২.৬২ রুপি।
সানবিডি/এনজে