মহামারি করোনার সংক্রমণ রোধে দেশে এ পর্যন্ত ছয় কোটির বেশি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ মাসে আশা করছি তিন কোটি ডোজ টিকা দেওয়া হবে।
আজ রবিবার গাজীপুরের কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকায় একটি ফার্মাসিউটিক্যালস কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় জাহিদ মালেক বলেন, তিন কোটি ডোজ দিতে পারলে আরও দুই কোটি নতুন লোক টিকা পেয়ে যেতে পারে। ২১ কোটি টিকা ক্রয় করা হয়েছে। সিরিঞ্জও বিদেশ থেকে ক্রয় করেছি। সেগুলো আমরা সিডিউল অনুযায়ী পাচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় দেশের জীবন যাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এটা আমরা স্বাভাবিক রাখতে চাই। এটা সম্ভব হবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি।
সানবিডি/এনজে