চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচের হিসেব ছিলো কিউইরা জিতলে সেমিফাইনাল, হারলেই বাদ। তখন আবার ভাগ্যের ছোঁয়ায় শেষ চারের টিকিট কাটার সুযোগ থাকে গ্রুপ-২ এর অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের।তবে আফগানদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে শেষচারে উঠে গেছে নিউজিল্যান্ড। তাতে ভারতের সেমিস্বপ্ন এখানেই শেষ হয়ে গেলো।
আবু ধাবি স্টেডিয়ামে পিচ দেখে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু কিউইদের বোলিং নৈপুণ্যে ৫৬ রানে ৪ হারিয়ে তারা শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে। স্কোরবোর্ড তখন সমৃদ্ধ হয়েছে নাজিবুল্লাহ জাদরানের বিধ্বংসী ভূমিকার কারণে। ৪৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৬টি চারের বিপরীতে তার ইনিংসে ছিল ৩টি ছয়ের মার। নবী ২০ বলে ১৪ রান করে সঙ্গী ছিলেন। তাদের বিদায়ের পর আফগানিস্তান ৮ উইকেটে থামে ১২৪ রানে।
১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। ম্যাচসেরাও হন তিনি। দুটি নিয়েছেন টিম সাউদি। একটি করে নেন অ্যাডাম মিলনে ও জেমস নিশাম।
১২৫ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি রশিদ খান, মুজিব উর রহমানরা। ড্যারেল মিচেল ও মার্টিন গাপটিলকে ফেরানো গেলেও জয়ের পথ থেকে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকে সরানো যায়নি। শুরুতে মিচেল ১২ বলে ফেরেন ১৭ রান করে। গাপটিল ২৩ বলে ২৮ রানে ফিরলে জুটি গড়ে খেলেছেন কেন ও কনওয়ে। তাদের ৬৮ রানের জুটিই সেমির পথে পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে। কেন ৪২ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলেছেন। কনওয়েও অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৬ রানে। তাদের সুবাদে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে জয় পায় ১৮.১ ওভারে।
সানবিডি/এনজে