সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৮২২ বারে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৯৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্মা এইডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬০ বারে ১ লাখ ৩৫ হাজার ২৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শেফার্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯৩ বারে ১৩ লাখ ৪৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- স্ট্যান্ডার্ড সিরামিকের ৭.১৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৬.৯৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.৩৭ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৬.২৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৫৮ শতাংশ এবং জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৫১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস