মালয়েশিয়ায় কমেছে প্রাকৃতিক রাবার উৎপাদন।দেশটিতে আগস্টে উৎপাদন ১১ দশমিক ৭ শতাংশ কমে ৪২ হাজার ৯৪২ টনে নেমে যায়। জুলাইয়ে উৎপাদনের পরিমাণ ছিল ৪৮ হাজার ৬১০ টন। ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিকস মালয়েশিয়া (ডিওএসএম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মাসভিত্তিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের আগস্টে মালয়েশিয়ায় ৪৪ হাজার ৫৪৩ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল। এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রধান পরিসংখ্যানবিদ দাতো সেরি মো. উজির মাহিদিন বলেন, মালয়েশিয়ায় রাবার উৎপাদনে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় হিস্যা রয়েছে। মোট উৎপাদনের ৯০ দশমিক ৯ শতাংশই এসেছে এসব প্রতিষ্ঠান থেকে।
তবে উৎপাদন কমলেও প্রাকৃতিক রাবারের মজুদ বেড়েছে। আগস্টে মজুদের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৮৭ হাজার ৩৮০ টনে। জুলাইয়ে মজুদ ছিল ২ লাখ ৮০ হাজার ৮৪৪ টন। সে হিসাবে মজুদ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। রাবার প্রক্রিয়াকরণ কারখানাগুলোয় মজুদের হার ছিল ৯১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে পণ্যটির রফতানিও বেড়েছে। আগস্টে মালয়েশিয়া সব মিলিয়ে ৫৯ হাজার ১৭২ টন রাবার রফতানি করে। জুলাইয়ে রফতানি হয়েছিল ৪৮ হাজার ৬৪৫ টন। সে হিসাবে রফতানি বেড়েছে ২১ দশমিক ৬ শতাংশ। এ সময় রাবারের প্রধান রফতানি গন্তব্য ছিল চীন। মোট রফতানির ৪৩ দশমিক ৭ শতাংশই চীনে সরবরাহ করা হয়েছে।
সানবিডি/এনজে