কক্সবাজার থেকে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ২০ জন মাঝিমাল্লাসহ তিনটি বাংলাদেশি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা।
সোমবার বিকালে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে তাদেরকে নিয়ে যায় বলে অভিযোগ ট্রলার মালিকদের। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি।
এ বিষয়ে ট্রলার মালিকরা জানান, গত দুই দিন আগে প্রতিদিনের মতো টেকনাফের সৈয়দ বলি, মো. সালমান ও বদি আলম বদিয়ার মালিকাধীন ট্রলারগুলো সাগরে মাছ শিকারে যায়। ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ছোট ট্রলার নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। তিনটি ট্রলারে ২০ জনের বেশি মাঝিমাল্লা রয়েছেন।
টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, এখনও ট্রলারগুলোর কোনও খোঁজ-খবর পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে ট্রলার মালিক কর্তৃপক্ষ থেকে কেউ এখনও যোগাযোগ করেনি।
এদিকে ট্রলার ও মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি বলে জানিয়েছে টেকনাফ-২ বিজিবি।
সানবিডি/এনজে