মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ অবশেষে ১৪ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে উদ্ধারকৃত ভাসমান ফেরিটি আরো দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। কোন সমস্যা নতুন করে দেখা না দিলে কর্তৃপক্ষকে ফেরিটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বেসরকারি উদ্ধারকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ প্রায় দুই কোটি টাকার বিনিময়ে এ উদ্ধার কাজে অংশ নেয়।
জেনুইন এন্টারপ্রাইজের এমডি বদিউল আলম জানান, ডুবে যাওয়া ফেরি আমানত শাহ্'র উদ্ধার কাজ শেষ হয়েছে। গতকাল (সোমবার) থেকে আজ পর্যন্ত ফেরির তলদেশে ১০০টির বেশি ছিদ্র মেরামত করে ভাসানো হয়েছে। উদ্ধার কাজ মোটামুটি শেষ। আরো দুইদিন পর্যবেক্ষণে রেখে উদ্ধার কাজে ব্যবহারিত সকল সামগ্রী এখান থেকে নিয়ে যাওয়া হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বলেন, আজ দুপুরে ডুবে যাওয়া ফেরিটির সকল ত্রুটি মেরামত করে ভাসানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে বিআইডব্লিউটিসির কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে।
সানবিডি/এনজে