আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্র আমির খান মুত্তাকি পাকিস্তান সফরে যাচ্ছেন।মন্ত্রী হিসেবে পাকিস্তানে এটা তার প্রথম সফর।
এ ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তান সফরে যাচ্ছেন। সেখানে তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন জ্যৈষ্ঠ পর্যায়ের প্রতিনিধিরা বুধবার পাকিস্তান সফর করবেন।
আফগানিস্তানের এই প্রতিনিধিদল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, অর্থনীতি, ট্রানজিট, শরণার্থীসহ দুই দেশের লোকজনের আন্তঃদেশে ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়ে কথা বলবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগান নাগরিকদের ভিসা ও ক্রস বর্ডার গতিবিধি বাড়ানোর বিষয়ে কথা বলবেন।
সানবিডি/এনজে