চট্টগ্রামে নগরের সদরঘাট থানা এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে থানার বাংলাবাজার পানগলি এলাকায় অবস্থিত ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১০টি গাড়ি কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করছে। গোডাউনে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
প্রাথমিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
এএ