ভারতের চলতি বছর চা রফতানি কমার আশঙ্কা কমার দেখা দিয়েছে।গত বছরের তুলনায় রফতানি কমতে পারে প্রায় ৮-১০ শতাংশ। রফতানিতে নিম্নমুখিতার প্রাথমিক কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সিটিসি পদ্ধতিতে প্রক্রিয়াকৃত চায়ের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে বর্তমানে জাহাজীকরণ ব্যয়ও বেশি।
এ বিষয়ে টি বোর্ড ইন্ডিয়ার ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত আট মাসে দেশটির চা রফতানি প্রায় ১২ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার কেজিতে। গত বছরের একই সময় রফতানি হয় ১৩ কোটি ৪৪ লাখ ৭০ হাজার কেজি।
তবে দাম বেশি থাকায় মূল্যমানের দিক থেকে রফতানি বেড়েছে প্রায় ৪ শতাংশ। জানুয়ারি-আগস্ট পর্যন্ত ভারত ৩ হাজার ২৪৩ কোটি ৩৭ লাখ রুপির চা রফতানি করে। গত বছরের একই সময় রফতানি করা হয় ৩ হাজার ১০৪ কোটি ৪ লাখ রুপির চা। ইউনিটপ্রতি দাম বেড়েছে ১৮ শতাংশ। প্রতি কেজি বিক্রি করা হয় ২৭২ দশমিক ৯২ রুপিতে। গত বছর দাম ছিল কেজিপ্রতি ২৩০ দশমিক ৮৪ রুপি।
ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (আইটিইএ) চেয়ারম্যান অংশুমান কানোরিয়া জানান, চা উৎপাদনে গত বছরের দুঃসময় কেটেছে। কভিড-১৯ জনিত লকডাউনের কারণে পুরো মৌসুমেই উৎপাদন বাধাগ্রস্ত হয়। তবে এ বছর সিটিসি ও সনাতন পদ্ধতিতে প্রক্রিয়াকৃত চা উৎপাদন বেড়েছে। তা সত্ত্বেও রফতানি নিম্নমুখী।
সানবিডি/এনজে