সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে লক্ষণীয় ভোটার উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুিষ্ঠত হচ্ছে।
সকাল ৮ টা থেকে মোট ২৪২ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো নজরে পড়ার মত। বিশেষ করে নারী ভোটাদের উপস্থিতি ছিলো বেশি। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ ও আনছার বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি ও র্যাবের টহল বাহিনী রয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্বে কাজ করছে একাধিক ভ্রাম্যমান আদালত।
ইতিমধ্যে ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।
সানবিডি/ এন/আই