আগামী জুলাই থেকে করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেয়া যাবে। জমা দেয়া রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া যাবে। মঙ্গলবার রাজধানীর রাজস্ব ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
ব্রিফিংয়ে বলা হয়, ইতিমধ্যে মাঠ পর্যায়ের অফিসগুলোকে দক্ষ ও সক্ষম করে তুলতে কার্যক্রম শুরু হয়েছে। আজই আনুষ্ঠানিকভাবে কর অফিসগুলোকে কম্পিউটার যন্ত্রাংশ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
আয়কর বিভাগে বাস্তবায়নাধীন 'স্ট্রেংদেনিং গভার্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট' নামের এ প্রকল্পের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়াও ই-পেমেন্টের মাধ্যমে অনলাইনে কর প্রদান, ই-টিআটএন নিবন্ধন, বিভিন্ন ডাটাবেজ ও রিপোর্ট জেনারেট করা যাবে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সরকারের রাজনৈতিক নির্দেশনার অংশ হিসেবে এনবিআরের ডিজিটালাইজেশন এগিয়ে যাচ্ছে। তবে জুলাইয়ের আগেই যাতে এ প্রকল্পের প্রস্তুতির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা যায় সেটি খেয়াল রাখতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন করা, ই-টিআইএন ও ই-পেমেন্ট পদ্ধতিকে সব সময় সচল রাখার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ও এনবিআর সদস্য কালিপদ হালদার বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে এ কার্যক্রমটি অবশেষে সফলতার মুখ দেখছে। এটি পুরোদমে চালু হলে এনবিআরের কার্যক্রম স্বচ্ছতা আসবে। ফলে নানা রকম যৌক্তিক কিংবা অযৌক্তিক প্রশ্ন থেকেও মুক্তি পাওয়া যাবে।