রাঙামাটি শহরের কাঠাল তলী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৮টি ঘর পুড়ে ছায় হয়ে গেছে। এসময় পুড়ে যায় প্রায় ১০ লক্ষ টাকার ঘরের জিনিসপত্র। রবিবার রাত ১টার দিকে শহরের কাঠালতলী পাড়ার রুবেলের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ১টার দিকে রাঙামাটি শহরের কাঠাল তলী পাড়ার মো. রুবেলের বাড়ী থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পড়ে আগুন চারপাশে ছড়িয়ে যায়।
এসময় আশে-পাশের মোট ৮টি ঘরসহ জিনিসপত্র আগুনে পুড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ছুঠে আসে ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। ঘন্টা ব্যাপী চেষ্টা করে অগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। তবে এ ঘটনায় কিউ আহত হয়নি। তবে কিভাবে অগুনের সূত্রপাত হয়েছে তার কোন সঠিক তথ্যও পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্থ পরিবারের কুশুম বেগম জানান, মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন দেখে তারা কোন রকম নদীতে জাপদিয়ে প্রাণ রক্ষা করে বেঁচে গেছে। কারণ এমনভাবে অগুন জ্বলছিল বাঁচার কোন পথ ছিলনা। তাই ৮পরিবারের সবাই নদীতে সাতরিয়ে প্রাণ রক্ষা করেছে।
তবে উদ্ধার করা যায়নি ঘরের কোন জিনিসপত্র। এসময় প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র অগুনে পড়ে যায়।
এঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের পর রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার চিত্রঞ্জন পাল বলেন, কাঠাল তলী পাড়ায় অগ্নিকান্ডে ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে আট পরিবার। তবে কোন হতাহতের ঘটান ঘটেনি। তাছাড়া তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি।
অণ্যদিকে সোমবার সকাল ১০টায় স্থানীয় আইডিয়ার স্কুলের পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় আইডিয়াল স্কুলের পরিচালক মো. জসিম উদ্দীন ও স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল রাজ্জাক উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/মুমু/এসএস