রংপুরে রুকসানা খাতুন (২২) ও তার মেয়ে মুশফিরাত ইসলাম ফারিয়া (৫) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় রুকসানা খাতুনের স্বামী মো: মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার রাতে রংপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
অভিভাবক মো মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) আনুমানিক সকাল ১১.৩০ মিনিটের সময় রুকসানা খাতুন অত্র থানাধীন মেডিকেল মোড়ে পৌঁছে তাকে ফোন দিয়ে জানান তিনি এখন পীরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য চেষ্টা করছেন।এরপর তিনি ফোন রেখে দেন।
মঞ্জুরুল ইসলাম জানান, বিকাল ৩.০০ বেজে গেলেও তার স্ত্রী বাড়িতে না যাওয়ায় তিনি তার স্ত্রীর নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করলে ফোন বন্ধ পান।এরপর তিনি রংপুরে মেডিকেল মোড়ে পৌঁছে তাদের খোঁজাখুঁজির চেষ্টা করেন কিন্তু তাদের কোন সন্ধান পাননি।তাদের কোন সন্ধান না পেয়ে রাতেই তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ বিষয়ে রংপুর কোতয়ালী থানার এস আই এরশাদ আলী জানান, মা ও মেয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রুকসানার স্বামী মো: মঞ্জুরুল ইসলাম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে।
সানবিডি/ফাহমিদ জামান