চীনের ইস্পাত উৎপাদনের পরিমান কমায় শিল্প খাতে চাহিদা সংকোচনে আকরিক লোহার দাম কমেছে ৬৫ শতাংশ। এতে চলতি ও আগামী বছরের জন্য শিল্প ধাতুটির দামের পূর্বাভাস কমিয়েছে রেটিং সংস্থা ফিচ সলিউশনস কান্ট্রি রিস্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ। খবর হিন্দু বিজনেস লাইন।
তিয়ানজিনে আকরিক লোহার দাম টনপ্রতি ৮৭ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে, যা ১৭ মাসের সর্বনিম্নে। মে মাসে আকরিক লোহার দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছানোর পর ধীরে ধীরে কমেছে। ফিচের পূর্বাভাস, ২০২১ সালে যেখানে টনপ্রতি আকরিক লোহার গড় দাম ১৫৫ ডলার, ২০২৫ সালে তা ৬৫ ডলারে নেমে আসবে। ২০৩০ সালে টনপ্রতি আকরিক লোহার দাম দাঁড়াতে পারে ৫২ ডলার।
আকরিক লোহার দাম কমার পেছনে চীনের আমদানি হ্রাস ভূমিকা রেখেছে। অক্টোবরে আকরিক লোহার সর্বোচ্চ ব্যবহারকারী দেশটির আমদানি চার শতাংশ কমেছে। এ নিয়ে টানা দুই মাস আকরিক লোহা আমদানি কমিয়েছে চীন।
সানবিডি/এনজে